Header Ads

Header ADS

৬ অক্টোবর উন্মোচিত হবে পোকো সি৩




 

 

 

 

 

এক্স, এফ এবং এম সিরিজে মোট সাতটি স্মার্টফোন উন্মোচন করেছে পোকো। আগামী ৬ অক্টোবর সি সিরিজে নতুন স্মার্টফোন উন্মোচন করা হবে।

পোকো সি৩ মডেলের এই ফোন থাকছে তিন থেকে চারটি ক্যামেরা। যদিও পোকোর পক্ষ থেকে এখন পোনটির সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

তবে ফোনটি রেডমি ৯সি রিব্র্যান্ডেড ফোন হতে পারে বলে শোনা যাচ্ছে। রেডমি ৯সিতে রয়েছে হেলিও জি৩৫ এসওসি, ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। ফলে এই স্পেসিফিকেশন বা কাছাকাছি স্পেসিফিকেশনে আসতে পারে ফোনটি।

তবে চূড়ান্তভাবে কী থাকছে সেটি জানতে অপেক্ষা করতে হবে মাত্র কয়েকটা দিন।

ক্রেডিটঃ techzoom.tv

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.